যুব সংগঠন জাগ্রত ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত খুলনার ডুৃমুরিয়ার ১৫০ জন ইয়ুথের সমন্বয়ে অনুষ্ঠিত হলো এক বিশাল পিকনিক ও মিলন মেলা।শুক্রবার(১৭ অক্টোব) আমভিটা জনতা পার্কে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জাগ্রত ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি ইমরান হোসেন সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহসেনা ফেরদৌসী, বেসরকারী সংস্থা ব্র্যাকের DYM শিখা রানী এছাড়া অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জাগ্রত ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহ-সভাপতি শুভ মজুমদার, সাধারণ সম্পাদক রাকিব খান, কোষাধ্যক্ষ নাজমুল হাসান, কার্যনির্বাহী সদস্য রাইসা আকরাম ঐশী,দপ্তর সম্পাদক ফয়সাল মোড়ল, প্রচার সম্পাদক নাঈম হাসান, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক নয়ন সরদার, জলবায়ু পরিবেশ বিষয়ক সম্পাদক দিপু মিত্র, সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সুচন্দ্রা মল্লিক সহ বিভিন্ন অর্গানাইজেশন এর নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির দিনব্যাপী বিভিন্ন আচার অনুষ্ঠান পিকনিক ও মিলন মেলার কার্যক্রমের মধ্যে ছিল আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, অতিথিদের সম্মাননা স্মারক প্রদান,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সফল ভাবে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।